সনাতন ধর্মে দেবতা কে ? দেবতা কতজন?

দেবতা কে? নিরুক্তে দেবতা শব্দের অনেক অর্থ রয়েছে। "দেবো দানদ্বা দীপনাদ্বাদ্যোতনাদ্বা দ্যুস্থানো ভবতীতি বা। য়ো দেবऽ সা দেবতা।" নিরুক্ত-৭/১৫ অর্থাৎ দেবের লক্ষণ হচ্ছে দান। সবার হিতার্থে যে দান করে, সে দেব। দেবের গুণ হচ্ছে দীপন অর্থাৎ প্রকাশ করা। সূর্য, চন্দ্র,অগ্নি প্রকাশ করে বলে তাদের দেব বলা হয়। দেবের কর্ম হচ্ছে দ্যোতন অর্থাৎ সত্যোপদেশ করা। অর্থাৎ …

পড়তে থাকুন সনাতন ধর্মে দেবতা কে ? দেবতা কতজন?

চিরচেনা ভাঙ্গা রেকর্ড!

কোনো জায়গায় কোনো মন্দির ভাঙ্গার প্রতিবাদ করলে মুসলিমরা একই 'ভাঙ্গা রেকর্ড' বাজায় ।...........১. ইসলাম শান্তির ধর্ম২. ইসলাম এসমস্ত ভাঙ্গার অনুমতিদেয় না৩. যারা এরকম কাজ করে তারা মুসলিম নয়ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।...............ভাইজানেরা 'ইসলাম' শান্তির ধর্মকি না এসব নিয়ে আমাদের বিন্দুমাত্র কৌতুহল নেই, 'ইসলাম' এরকম ন্যাক্কারজনক কাজ এর অনুমতিদেয় কি না সে নিয়েও কোনোউত্সাহ নেই, আমরা 'সব মুসলিম' …

পড়তে থাকুন চিরচেনা ভাঙ্গা রেকর্ড!

“অপারেশন খরচাখাতা” হিন্দুদের সাথে ধোঁকাবাজি।

ট্রেনে করে নিরাপদে ভারতে পৌঁছে দেয়ার আশ্বাস দিয়ে ৪৩৭ জন নিরীহ মানুষকে কচুকাটা করা হয়েছিলো আজকের দিনে। যেদিন ছবির এই কালভার্ট আর রেললাইন পরিণত হয়েছিলো লাশের মহাসমুদ্রে। কুখ্যাত অপারেশন খরচাখাতা এক ভয়ংকর অধ্যায়।.নীলফামারী জেলার সৈয়দপুর শহরে বাস করতেন বিপুল সংখ্যক মাড়োয়ারি। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লোক, যাঁরা ১৯৪৭ সালে দেশবিভাগের বহু আগেই …

পড়তে থাকুন “অপারেশন খরচাখাতা” হিন্দুদের সাথে ধোঁকাবাজি।

যোগীজীর এই কথাগুলো অনুসরণ করলে হিন্দুদের জীবন বদলে যাবে।

যোগী আদিত্যনাথের এই কথা গুলো প্রতিটি সনাতনীর মেনে চলা উচিত। তাহলে নিজেকে সনাতনী বলে গর্ব করতে পারবেন। যোগী আদিত্যনাথ ১. আমি ইসলাম ধর্মকে ততটাই সম্মান / শ্রদ্ধা করি , যতটা একজন মুসলিম আমার সনাতন ধর্মটাকে সম্মান / শ্রদ্ধা করে। ২. আমি মসজিদকে ততটাই ভালবাসি/ শ্রদ্ধা করি, যতটা একজন মুসলিম আমার মন্দিরকে ভালবাসে / শ্রদ্ধা করে। …

পড়তে থাকুন যোগীজীর এই কথাগুলো অনুসরণ করলে হিন্দুদের জীবন বদলে যাবে।

হিন্দু বীরদের উদারতার প্রতিদান!

১১৯১ খ্রীঃ তরাইনের প্রথম যুদ্ধে মহম্মদ ঘুরীকে পরাজিত করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। যেহেতু পৃথ্বীরাজ ছিলেন সনাতনী বীর, তাই উদারতা দেখিয়ে ঘুরীকে বধ না করে ক্ষমা করে দিলেন। এবং সসম্মানে গজনীতে ফিরে যেতে সাহায্য করলেন। ঠিক পরের বছর ১৯৯২ খ্রীঃ ঘুরী ফিরে এসে পুনরায় আক্রমণ করে। এবং রাতের অন্ধকারে অতর্কিত হামলা করে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত …

পড়তে থাকুন হিন্দু বীরদের উদারতার প্রতিদান!